Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাবেক ক্রীড়া সংগঠক মফিজুর রহমান গোর্কির ইন্তেকাল

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাবেক কাউন্সিলর ও আবুল কাশেম স্মৃতি সংসদের সাবেক সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠন মফিজুর রহমান গোর্কী (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন, আমরা তো আল্লাহরই এবং তারই কাছে ফিরে যাবো)। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬.৫০ মিনিটে খুলনার গাজী মেমোরিয়াল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন। মরহুম মফিজুর রহমান গোর্কি খুলনা সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রুমা খাতুনের স্বামী। আজ সোমবার রাত সাড়ে ১১টায় ময়লাপোতা মোড়স্থ বায়তুল আমান জামে মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাবেক এ ক্রীড়া সংগঠকের মৃত্যতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বিবৃতি দাতারা হলেন এসোসিয়েশনের সহ-সভাপতি সহ-সভাপতি এড মোঃ সাইফুল ইসলাম, এসএম মোর্ত্তজা রশিদী দারা, মোস্তাফিজুর রহমান বাবলু, আজমল আহম্মেদ তপন, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া, যুগ্ম সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জিএম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহির মুকুল ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুরূপ শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন আবুল কাশেম স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন