Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্রীলংকা সফরে টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে না !

ক্রীড়া প্রতিবেদক

করোনা পরিস্থিতিতে শ্রীলংকা সফর স্থগিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বর্তমান পরিস্থিতিতে শ্রীলংকা সফরে বাংলাদেশ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তা নিশ্চিত হয়েছে। তবে তিনটি টি-টোয়েন্টি হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। আর সেই বিষয়টিই নিশ্চিত হয়ে গেল আজ।

জানা গেল, শ্রীলংকা সফরে বাংলাদেশ ক্রিকেট দল শুধু তিন ম্যাচের টেস্ট সিরিজই খেলবে। একটি টেস্ট কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি নয় বিসিবি। তাই শ্রীলংকা সফরে হচ্ছে না টি-টোয়েন্টি সিরিজ। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

তিনি বলেন, ‘র‌্যাংকিংয়ের কথা মাথায় রেখে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা প্রয়োজন আমাদের। তাই টি-টোয়েন্টির চেয়ে টেস্টকে গুরুত্ব দিতে হচ্ছে। এ কারণে একটি টেস্ট কমিয়ে সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করার পক্ষে নই আমরা।’

এর আগে বুধবার এক সভা শেষে আকরাম খান নিশ্চিত করেছিলেন যে, সফরে তিনটি টেস্ট খেলবেন মুমিনুলরা। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোয়। যার প্রথমটি শুরু হবে ২৪ অক্টোবর। বাংলাদেশ দল কলম্বোর উদ্দেশে রওনা হবে ২৩ অথবা ২৪ সেপ্টেম্বর। হাইপারফরম্যান্স দলও শ্রীলংকা সফর করবে। দুদলের প্রথম তিন সপ্তাহের সব খরচ মেটাবে বিসিবি। শ্রীলংকা সফর সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে সেপ্টেম্বরে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন