গ্রামীণ সড়কের পাশে রোপন করা সারি সারি তালগাছ শুধু পথিককে ছায়া দেয় না, বজ্রপাতও কমায়। অথচ হরহামেশাই তালগাছ রোপনের পরিবর্তে কাটা হচ্ছে। এতে প্রকৃতি ভারসাম্য হারাচ্ছে। ছবিটি নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া-নলদী সড়কের চর বালিদিয়া এলাকা থেকে তোলা … মোঃ আলমগীর হোসেন।
