মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা যুক্তরাজ্যের ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন বিজ্ঞাপনবিহীন সাবস্ক্রিপশন পরিষেবা চালু করতে যাচ্ছে। ফ্রি সংস্করণ ব্যবহারকারীদের এখনও বিজ্ঞাপন দেখতে হবে, তবে সাবস্ক্রিপশন নিলে তারা বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
দ্য গার্ডিয়ান থেকে জানা যায়, নতুন সাবস্ক্রিপশন মডেলের জন্য ওয়েব ব্যবহারকারীদের মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ২.৯৯ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮৬ টাকা। আর মোবাইল ব্যবহারকারীদের জন্য ৩.৯৯ পাউন্ড যেটা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪৯ টাকা। ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি একে অপরের সঙ্গে যুক্ত থাকে, তবে শুধুমাত্র একটি সাবস্ক্রিপশন ফি দিতে হবে।
মেটা জানিয়েছে, যুক্তরাজ্যের ব্যবহারকারীরা এখন দুটি বিকল্প পাবেন ফ্রি সংস্করণ ব্যবহার করা যেখানে বিজ্ঞাপন দেখতে হবে অথবা মাসিক সাবস্ক্রিপশন দিয়ে বিজ্ঞাপনবিহীন অভিজ্ঞতা। ধাপে ধাপে নতুন এই সেবা চালু হবে। সাবস্ক্রিপশন না নেওয়া ব্যবহারকারীরা আগের মতো বিজ্ঞাপন দেখবেন।
এর আগে ইউরোপীয় ইউনিয়নে একই ধরনের সাবস্ক্রিপশন চালু করলেও, মেটাকে ডিজিটাল মার্কেটস আইন লঙ্ঘনের কারণে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল। ইউরোপীয় কমিশনের মতে, মেটা কম ব্যক্তিগত তথ্য ব্যবহার করেও বিজ্ঞাপনবিহীন ফ্রি সংস্করণ চালু করতে পারত।
যুক্তরাজ্যের তথ্য অধিকার সংস্থা আইনফরমেশন কমিশনার অফিস মেটার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছে, ব্যবহারকারীরা নিজের তথ্য ব্যবহারের ক্ষেত্রে ‘অপ্ট আউট’ বা না বলার সুযোগ পাওয়া উচিত।
খুলনা গেজেট/এএজে