কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর দিয়েছে গুগলের অন্যতম জনপ্রিয় ভিডিও সাইট ইউটিউব। ভাষাগত বাধা দূর করতে এবং বৈশ্বিক দর্শকের কাছে আরও সহজে পৌঁছাতে ইউটিউব চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর মাল্টিল্যাঙ্গুয়েজ ডাবিং সুবিধা।
ইউটিউব জানায়, গুগলের এআই মডেল ‘জেমিনি’ ব্যবহার করে তৈরি এই প্রযুক্তি শুধু ভিডিও’র অডিও অনুবাদই করে না, বরং কণ্ঠের আবেগ ও ভঙ্গিও ধরে রাখতে সক্ষম। ফলে ভিন্ন ভাষার দর্শকের কাছে ভিডিওর মূল বার্তা আরও স্বাভাবিকভাবে পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে।
এছাড়াও পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে মাল্টিল্যাঙ্গুয়েজ থাম্বনেল, যার মাধ্যমে ভিন্ন ভাষাভাষী ব্যবহারকারীর জন্য আলাদা থাম্বনেল প্রদর্শিত হবে। এই সুবিধা চালুর ফলে আলাদা ভাষাভিত্তিক চ্যানেল খোলার প্রয়োজন হবে না। নির্মাতারা একটি চ্যানেল থেকেই বিভিন্ন ভাষায় কনটেন্ট উপস্থাপন করতে পারবেন।
ইউটিউবের তথ্য অনুযায়ী, যেসব নির্মাতা ইতোমধ্যে এই ফিচার ব্যবহার করছেন, তাদের ভিডিওর দর্শক সংখ্যা প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। জনপ্রিয় কনটেন্ট নির্মাতা মার্ক রোবার প্রতিটি ভিডিওতে প্রায় ৩০টি ভাষার অডিও যুক্ত করছেন, যার ফলে দক্ষিণ কোরিয়ার সিউল থেকে শুরু করে ব্রাজিলের সাও পাওলো পর্যন্ত বিশ্বের নানা প্রান্তের দর্শক তার ভিডিও উপভোগ করছেন।
বিশ্লেষকেরা মনে করছেন, এআই-চালিত এই উদ্যোগ ইউটিউবের লোকালাইজেশন প্রক্রিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। এতে নির্মাতারা ভাষার সীমা পেরিয়ে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছাতে পারবেন, অন্যদিকে দর্শকেরাও নিজেদের মাতৃভাষায় প্রিয় কনটেন্ট দেখার সুযোগ পাবেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
