Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

স্মার্টফোন স্লো হলে ফাস্ট করতে যা করবেন

গেজেট ডেস্ক

মোবাইল ফোন এখন জীবনের এক অপরিহার্য অংশ। তবে পুরনো ফোন ধীরে চলতে শুরু করলে দৈনন্দিন কাজে বিরক্তি দেখা দেয়। অনেকেই ভাবেন, নতুন ফোন না কিনলে উপায় নেই। কিন্তু বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ সেটিংস বদলে পুরনো ফোনকেও করে তোলা যায় আগের মতোই ফাস্ট!

অ্যান্ড্রয়েড ফোনে ধীরগতির সমস্যা সমাধানে নিচের এই ৭টি কৌশল অবলম্বন করতে পারেন আপনি—

১. ক্যাশে ডেটা ক্লিয়ার করুন

প্রতিবার অ্যাপ ব্যবহারে ফোনে জমতে থাকে ক্যাশে ডেটা। এটি ফোনের মেমোরি দখল করে ফোনকে স্লো করে ফেলে।

কীভাবে করবেন:

Settings > Storage > Cached Data > Clear Cached Data

২. ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করুন

একাধিক অ্যাপ একসঙ্গে খোলা থাকলে সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ফোন স্লো করে দেয়।

কীভাবে করবেন:

সকল ওপেন অ্যাপ ক্লিয়ার করুন। প্রয়োজনে Settings > Apps > Background Activity থেকে নিষ্ক্রিয় করুন।

৩. অব্যবহৃত অ্যাপ আনইনস্টল করুন

যে অ্যাপ আপনি মাসের পর মাস ব্যবহার করেন না, তা রেখে ফোনের স্টোরেজ ভরানো উচিত নয়।

কীভাবে করবেন:

Settings > Apps > Select Unused Apps > Uninstall

৪. ফোন আপডেট করুন

অনেক সময় পুরোনো সফটওয়্যার বাগ তৈরি করে ফোনকে স্লো করে তোলে।

কীভাবে করবেন:

Settings > Software Update > Check for Updates

৫. স্টোরেজ খালি করুন

ইন্টারনাল স্টোরেজ বেশি পূর্ণ থাকলে ফোন ধীরগতির হয়।

কীভাবে করবেন:

গুরুত্বপূর্ণ ফাইল, ছবি, ভিডিও Google Photos বা Google Drive-এ ব্যাকআপ নিয়ে ফোন থেকে ডিলিট করুন।

৬. ফোন রিস্টার্ট করুন

একটি সাধারণ রিস্টার্ট ফোনের র‍্যাম ফ্রি করে এবং ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ করে গতি বাড়াতে পারে।

৭. অ্যানিমেশন স্কেল কমিয়ে দিন (বিকল্প টিপস)

ফোনে অ্যানিমেশন যত কম, তত দ্রুত প্রতিক্রিয়া।

কীভাবে করবেন:

Settings > About Phone > Tap ‘Build Number’ 7 Times > Developer Options > Animation Scale > Reduce to 0.5x or off

বিশেষজ্ঞদের মতে, এই সেটিংসগুলো নিয়মিত প্রয়োগ করলে পুরনো ফোনেও মিলবে নতুন ফোনের মতো পারফরম্যান্স।

খুলনা গেজেট/এসএস

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন