Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফ্রি ফায়ার প্রেমীদের জন্য সুখবর

গেজেট ডেস্ক

বাংলাদেশের ফ্রি ফায়ার ভক্তদের জন্য সুখবর দিয়েছে ফ্রি ফায়ারের আয়োজক প্রতিষ্ঠান গারেনা। তারা জানিয়েছে, আগামী নভেম্বর মাসে ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনালস-২০২৫’ অনুষ্ঠিত হবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠানটির আয়োজন করা হবে।

এবার আসরে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ১৮টি শীর্ষ দল অংশ নেবে। এতে বাংলাদেশও অংশ নিচ্ছে। দেশের ইস্পোর্টস অঙ্গনের এটি অন্যতম মাইলফলক। গারেনার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্লোবাল ফাইনালে বাংলাদেশ থেকে দুটি জাতীয় দল অংশ নেবে। ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ ২০২৫’-এর বিশেষ আয়োজনের মাধ্যমে এ দলগুলো বাছাই করা হবে।

আগামী আগেস্ট থেকে অক্টোবর পর্যন্ত টুর্নামেন্টের জাতীয় পর্ব চলবে। বাছাই প্রক্রিয়া শেষে বাংলাদেশ থেকে দুটি দল জাকার্তা ফাইনালে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

খুলনা গেজেট/এসএস

গারেনা বাংলাদেশের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্রি ফায়ার সবসময়ই কমিউনিটি, প্রতিযোগিতা এবং খেলোয়াড়দের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এবারের ‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ ২০২৫’ আয়োজনের মাধ্যমে বাংলাদেশি খেলোয়াড়দের বিশ্বমঞ্চে নিজেদের দক্ষতা দেখানোর সুযোগ করে দেওয়া হচ্ছে।

গারেনা বাংলাদেশ জানিয়েছে, রেজিস্ট্রেশন ও বাছাই সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন