চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে নতুন ফিচার ‘পারসোনালিটি’। ওপেনএআই জানিয়েছে, ধাপে ধাপে এই সুবিধা উন্মুক্ত করা হবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য।
নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে নিজেদের প্রয়োজনে চ্যাটজিপিটির প্রতিক্রিয়া ও আচরণের ধরন বেছে নিতে পারবেন। চাইলে ঠান্ডা মেজাজে কথা বলার ‘Cynic’, সংক্ষিপ্ত ও কার্যকর ‘Robot’, সহানুভূতিশীল ‘Listener’ কিংবা উৎসাহী ও কৌতূহলী ‘Sage’ এই চারটি পারসোনালিটি মোডের মধ্যে থেকে যেকোনো একটি নির্বাচন করা যাবে।
তবে ওপেনএআই জানিয়েছে, এই ফিচার এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি। নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এখন এটি পাচ্ছেন। ধাপে ধাপে এটি পৌঁছে যাবে সব ব্যবহারকারীর কাছে।
তথ্য: ব্লিপিং কম্পিউটার
খুলনা গেজেট/এসএস