Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

আপনার ওয়াইফাই কেউ চুরি করে ব্যবহার করছে কিনা বুঝবেন যেভাবে

গেজেট ডেস্ক

বাড়িতে বা অফিসে ওয়াইফাই ব্যবহার করছেন, অথচ ইন্টারনেট বারবার ধীরগতির হচ্ছে? তখনই সন্দেহ জাগে—আপনার ওয়াইফাই চুরি করে অন্য কেউ ব্যবহার করছে না তো? বর্তমান সময়ের অন্যতম ডিজিটাল ঝুঁকি এটি। অনেকেই অজান্তেই আপনার নেটওয়ার্কে ঢুকে পড়তে পারে। জেনে নিন কীভাবে বুঝবেন এবং কীভাবে প্রতিকার করবেন।

কীভাবে বুঝবেন কেউ আপনার ওয়াইফাই ব্যবহার করছে?

১. ইন্টারনেট স্পিড আচমকা কমে যাওয়া

আপনি যদি ভিডিও স্ট্রিমিং, গেমিং বা সাধারণ ব্রাউজিং করেও খুব স্লো স্পিড পান, তবে সেটা হতে পারে অতিরিক্ত ইউজারের কারণে।

২. রাউটারের লাইট চেক করুন

রাতের বেলা যখন আপনি নেট ব্যবহার করছেন না, তখনও যদি রাউটারের ইন্টারনেট লাইট (WiFi বা WAN light) ব্লিঙ্ক করে, বুঝে নিন কেউ না কেউ যুক্ত।

৩. রাউটারে লগইন করে কানেক্টেড ডিভাইস দেখুন

ওয়াইফাই রাউটারে লগইন করুন (সাধারণত ব্রাউজারে লিখে: 192.168.0.1 বা 192.168.1.1)

Username: admin | Password: admin / আপনার সেট করা

লগইন করে “Connected Devices” / “Device List” / “DHCP Clients” অপশনে যান

যদি অজানা কোনো ডিভাইস বা নাম (যেমন UNKNOWN, android-xyz) পান, বুঝবেন কেউ যুক্ত হয়েছে

৪. স্মার্ট অ্যাপ ব্যবহার করুন

Fing – Network Scanner (Android/iOS): এটি দিয়ে আপনার নেটওয়ার্কে কে কে যুক্ত, তা সহজেই দেখা যাবে।

NetCut (Windows): কেউ নেট চুরি করছে কি না বুঝতে ও ব্লক করতেও সাহায্য করে।

৫. রাউটারের লগ রিপোর্ট যাচাই করুন

বেশিরভাগ রাউটারেই লগ থাকে, যেখানে কোন ডিভাইস কবে যুক্ত হয়েছে, তা দেখা যায়। সন্দেহজনক অ্যাকসেস থাকলে তা চিহ্নিত করা যায়।

কীভাবে সুরক্ষা নিশ্চিত করবেন?

১. ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করুন

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন (অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিশিয়ে)

প্রতি ২-৩ মাস অন্তর পাসওয়ার্ড বদলানো ভালো

২. WPA3 বা অন্তত WPA2 এনক্রিপশন ব্যবহার করুন

রাউটার সেটিংসে গিয়ে WPA2 বা WPA3 নিরাপত্তা প্রোটোকল বেছে নিন

WEP বা Open Network ব্যবহার করবেন না

৩. গেস্ট মোড বন্ধ রাখুন

অনেক রাউটারে আলাদা গেস্ট ওয়াইফাই থাকে—তা বন্ধ রাখা নিরাপদ।

৪. MAC Filtering চালু করুন

আপনি চাইলে নির্দিষ্ট ডিভাইসের MAC Address দিয়ে শুধু ওই ডিভাইসগুলোকেই নেট ব্যবহার করার অনুমতি দিতে পারেন।

৫. রাউটারের ফার্মওয়্যার আপডেট রাখুন

রাউটারে নতুন নিরাপত্তা ফিচার যুক্ত হয় সফটওয়্যার আপডেটের মাধ্যমে—তা নিয়মিত চেক করে আপডেট দিন।

খুলনা গেজেট/এসএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন