Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে ১ জিবি ফ্রি ডেটা, যেভাবে পাবেন

গেজেট ডেস্ক

গত বছরের ১৮ জুলাই ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদ ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) দেশের সব গ্রাহক বিনা মূল্যে এক জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। যার মেয়াদ থাকবে পাঁচদিন পর্যন্ত। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জুলাই দেশের সব অপারেটরকে বিনা মূল্যে গ্রাহকদের এক জিবি ইন্টারনেট দেওয়া যায় কিনা সে বিষয়ে বিটিআরসি একটি প্রস্তাব দেয় মোবাইল ফোন অপারেটরদের। দেশের সব মোবাইল অপারেটর স্বপ্রনোদিত হয়ে এই উদ্যোগে সাড়া দিয়ে গ্রাহকদের বিনা মূল্যে পাঁচদিন মেয়াদে এক জিবি ইন্টারনেট ডেটা ফ্রি দিচ্ছে।

বিটিআরসির নির্দেশনায় অপারেটররা গ্রাহকদের ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করে।

গ্রাহকরা যেভাবে এই ডেটা পাবেন

এক জিবি ফ্রি ইন্টারনেট ডাটা পেতে নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।

ডায়াল কোড
গ্রামীণফোন: *121*1807#
বাংলালিংক: *121*1807#
রবি: *4*1807#
টেলিটক: *111*1807#
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে গত বছরের ১৭ জুলাই রাতে মুঠোফোন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পরদিন ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। ফলে দেশ পুরোপুরি ইন্টারনেটবিহীন হয়ে পড়ে। সেই বিষয়টি মাথায় রেখে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের বিনামূল্যে এক জিবি ইন্টারনেট ডেটা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন