Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ক্রোম ব্রাউজারে পাওয়া গেছে ভয়ংকর ত্রুটির সন্ধান

গেজেট ডেস্ক

অতি পরিচিত এবং সব প্লাটফর্মে সর্বাধিক ব্যবহৃত ক্রোম ব্রাউজারে থাকা ভয়ংকর এক নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছে। ‘জিরো ডে’ ঘরানার এ ত্রুটি কাজে লাগিয়ে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের সময় গোপনে ব্যবহারকারীদের কম্পিউটারে কোড যুক্ত করে নজরদারি চালাতে পারে সাইবার অপরাধীরা। এই ত্রুটি সমাধানে দ্রুত ক্রোম ব্রাউজারের নতুন নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করতে যাচ্ছে গুগল।

গুগল জানিয়েছে, ‘সিভিই-২০২৫-৬৫৫৪’ নামের জিরো ডে ঘরানার নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছে গুগলের থ্রেট অ্যানালাইসিস গ্রুপ। গত ২৫ জুন শনাক্তের পর এই ত্রুটিকে উচ্চমাত্রার ত্রুটি হিসেবে চিহ্নিত করে সমাধান করার চেষ্টা চলছে। আগামী কয়েক দিনের মধ্যেই এর সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করা হবে।

সাইবার হামলা থেকে রক্ষা পেতে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স সিস্টেমে চলা যন্ত্রে দ্রুত হালনাগাদ নিরাপত্তা প্যাঁচটি ব্যবহার করতে হবে বলেও জানায় বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগল।

গুগলের তথ্যমতে, সিভিই-২০২৫-৬৫৫৪ ত্রুটিটি কাজে লাগিয়ে কম্পিউটারে ম্যালওয়্যারের মাধ্যমে নতুন কোডযুক্ত করা যায়। এর ফলে দূর থেকে গোপনে কম্পিউটারে থাকা তথ্য ও ছবি সংগ্রহ করা সম্ভব। আর তাই নিরাপদ থাকতে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্তের পরপরই ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের নিরাপদে রাখতে নিয়মিত ব্রাউজারের নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে গুগল। কিন্তু জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। ফলে চাইলেও দ্রুত নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করা সম্ভব হয় না।

তাই প্যাঁচ উন্মুক্তের আগে সাইবার অপরাধীরা যদি কোনো ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন