Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ফেসবুক ডাউন!

গেজেট ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন ব্যবহারকারীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা নাগাদ ফেসবুকে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে Sorry, something went wrong লেখা দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা।

তবে ফেসবুক মোবাইল অ্যাপটি স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানা যায়। সমস্যার কথা জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে স্ক্রিনশটও দিচ্ছেন অনেকে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা এই সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করছেন।

ডাউনডিটেক্টর জানিয়েছে, ৬৭ শতাংশ ব্যবহারকারী ফেসবুকের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। ৯ শতাংশ ব্যবহারকারী মোবাইল অ্যাপে সমস্যায় পড়েছেন।

তবে এ বিষয়ে প্রাথমিকভাবে ফেসবুক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন