Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দেশে টিকটকের টিভি অ্যাপ চালু

গেজেট ডেস্ক

বাংলাদেশের বাজারে টিভি অ্যাপ চালু করেছে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। দেশের বাজারে প্লাটফর্মটির উপস্থিতি আরো বাড়ানোর লক্ষ্যে নতুন পরিষেবাটি চালু করা হলো। স্মার্ট টিভি ডিভাইসে নতুন অ্যাপটি ব্যবহার করা যাবে।

মূলত ঘরে বসে টিভি দেখার যে অভিজ্ঞতা সেটি দেয়ার জন্য বিশেষভাবে তৈরি হয়েছে টিকটক টিভি অ্যাপটি। টেলিভিশনের বড় পর্দার সুবিধার কারণে টিকটকের ফর ইউ ফিড ও ফলোয়িং ফিডের কনটেন্টগুলো ব্যবহারকারীরা এখন আরো সহজে দেখতে পারবে। এ ফিডগুলোয় সবচেয়ে বেশি লাইক পাওয়া এবং সবচেয়ে বেশি দেখে থাকা ভিডিওগুলো পাওয়া যায়। এর মধ্যে ভিডিও গেমিং, কমেডি, ফুড ও প্রাণিজগৎ সম্পর্কিত কনটেন্ট রয়েছে। এছাড়া কেউ যদি নিজের ইচ্ছেমতো কোনোকিছু দেখতে চায়, তাহলে তার টিকটক অ্যাকাউন্ট থেকে টিকটক টিভি অ্যাপে লগইন করতে হবে।

বাংলাদেশে টিকটক টিভি পাওয়া যাচ্ছে অ্যামাজন ফায়ার টিভি, গুগল টিভি, অ্যান্ড্রয়েড টিভি ওএস ডিভাইস, এলজি স্মার্ট টিভি (২০১৮, ওয়েবওএস ৪.০ ও নতুন মডেল) ও স্যামসাং টিভিতে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন