Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শর্টস ভিডিও থেকেও আয়ের সুযোগ দিচ্ছে ইউটিউব

গেজেট ডেস্ক 

শর্টস ভিডিও নির্মাতাদের আয়ের সুযোগ চালু করতে যাচ্ছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব। শর্টস ভিডিওর জন্য পৃথক মনিটাইজেশন চালু করবে প্রতিষ্ঠানটি। এতে আগামী ফেব্রুয়ারি থেকে আয়ের সুযোগ পাবেন নির্মাতারা।

শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের নির্দিষ্ট একটি অংশ নির্মাতাদের প্রদান করবে ইউটিউব। ফলে সাধারণ ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও তৈরির মাধ্যমে পৃথক আয়ের ব্যবস্থা হচ্ছে নির্মাতাদের। তথ্য-প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যা ভার্জ থেকে জানা গেছে এ তথ্য।

ইউটিউব জানিয়েছে, শর্টস ভিডিওর জন্য ফেব্রুয়ারির শুরুর দিকে মনিটাইজেশন পদ্ধতি চালু করা হবে। এতে নির্মাতারা যেদিন থেকে মনিটাইজেশনের আওতায় আসবেন, সেদিন থেকে শর্টস ভিডিওতে দেখানো বিজ্ঞাপনের নির্দিষ্ট একটি অংশ পাবেন। এ জন্য শর্টস ভিডিও নির্মাতাদের অবশ্যই ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে।

প্রসঙ্গত, ইউটিউব শর্টস আকারে ছোট হওয়ার কারণে খুবই জনপ্রিয়। এসব ভিডিওতে মনিটাইজেশন প্রোগ্রাম না থাকায় আয় করা যায় না। এবার সাধারণ ভিডিওর মতো শর্টস ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে নির্মাতাদের আয়ের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে প্লাটফর্মটি।

ইউটিউব শর্টস ভিডিও থেকে আয়ের জন্য নির্মাতার চ্যানেলে অন্তত এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। এক বছরের মধ্যে চ্যানেলে থাকা ভিডিওগুলো দেখার সময় কমপক্ষে চার হাজার ঘণ্টা হতে হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন