Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

টিকটকের বিকল্প ‘শর্টস’ নিয়ে হাজির ইউটিউব

গেজেট ডেস্ক

টেক দুনিয়ায় বিকল্পের যেন অভাব নেই। ঠিক তেমনি টিকটকের বিকল্পও চলে এলো ভারতের বাজারে। টিকটক নিষিদ্ধ হওয়ার পর যে ভারতের টিকটকার্সরা যে শুন্যতায় পড়েছিলো, সেটা পূরণ করতেই হাজির হলো গুগলের ইউটিউব। নিজেদের টিকটক সংস্করণ ‘শর্টস’-এর বেটা সংস্করণ পরীক্ষা করবে প্রতিষ্ঠানটি।

দ্যা গার্ডিয়ান জানায়, গুগলের শর্টস ভিডিওর দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৫ সেকেন্ড। ইউটিউবের অন্যান্য ভিডিওর মতো এতেও যুক্ত করা যাবে প্রতিষ্ঠানটিরই অনুমোদিত আলাদা আলাদা মিউজিক। চাইলে কয়েকটি ফুটেজ যুক্ত করেও একটি ভিডিও বানানোর সুযোগ থাকছে এখানে।

অফিসিয়ালি প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, সেসব নির্মাতা নিজের মোবাইল ফোন ব্যবহার করে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ধারণ করতে পছন্দ করেন, তাঁদের জন্যই ইউটিউবের এই ‘শর্টস’ প্ল্যাটফর্মটি।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন