বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

টেলিটকের নতুন এমডি হলেন হাবিবুর রহমান

আইটি ডেস্ক

টেলিটকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হয়েছেন এ. কে. এম. হাবিবুর রহমান। তিনি বর্তমানে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।

এদিকে টেলিটকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবুদ্দিন বিএসসিসিএল-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক আদেশে বিসিএস (টেলিকম) ক্যাডারের এই দুই কর্মকর্তাকে বদলি করা হয়।

দুজনই টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাব্যবস্থাপক (প্রকৌশল) হিসেবে কর্মরত রয়েছেন। প্রেষণে টেলিটক ও বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন তারা।

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন