বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

এবার গুগল ডকে আসছে ইমোজি ফিচার

গেজেট ডেস্ক

গুগল ডকের ব্যবহারও প্রতিনিয়ত বাড়ছে। এর প্রধান কারণ যেকোনো সময়ে যেকোনো জায়গা থেকে ডকুমেন্ট অ্যাকসেস করা সম্ভব। আরও একটি সুবিধা রয়েছে। সেটা হলো গুগল ডকের কোনো ডকুমেন্ট কোরাপ্ট করার কোনো ভয় থাকে না। এবার যুক্ত হচ্ছে ইমোজি রিয়্যাকশন ফিচার।

এ বিষয়ে গুগল জানিয়েছে, ‌‘ গুগল ডকস এ কাজ করার সময় ফিডব্যাক আদান-প্রদান একটি সাধারণ কাজের অঙ্গ। নতুন ইমোজি রিয়্যাকশন ফিচার যোগ করার ফলে এর-মাধ্যমে কাজ করা আরও আনন্দদায়ক হবে।’

নতুন এই ফিচারটি আগামী ২০ এপ্রিলের পর থেকে ব্যবহার করা যাবে।

যেভাবে রিয়্যাকশন ব্যবহার করা যাবে

যেকোনো রিয়্যাকশন দেওয়ার জন্য নির্দিষ্ট টেক্সট সিলেক্ট করতে হবে। এবং সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ডানদিকে তিনটি অপশন দেখাবে। তারমধ্যে একটি অপশন রয়েছে যার মাধ্যমে রিয়্যাকশন যোগ করা যাবে।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন