বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

পরকালে যে ৩ শ্রেণির মানুষ জান্নাতে যাবে

গেজেট প্রতিবেদন

দুনিয়ার ক্ষণস্থায়ী সফর শেষে প্রত্যেককে মৃত্যুর মধ্যদিয়ে চিরকালের আবাসস্থলে প্রবেশ করতে হবে। আর আখিরাতে যারা নিজেদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে, তারাই মূলত সফল হিসেবে বিবেচিত হবে।

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তাদের পূর্ণমাত্রায় বিনিময় দেয়া হবে। যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, অবশ্যই সে ব্যক্তি সফলকাম হলো, কেননা পার্থিব জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই নয়। (সুরা ইমরান, আয়াত: ১৮৫)

এজন্য পরকালে সফল হতে মহান আল্লাহর হুকুম যেমন মেনে চলা জরুরি, তেমনি সব ধরনের গুনাহ থেকে বেঁচে থেকে রাসুল (সা.) এর আদর্শ ও তাঁর দেখানো পথ অনুসরণও জরুরি। পবিত্র কুরআনে খোদ মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘হে নবী আপনি তাদের বলে দিন- যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু’ (সুরা আল-ইমরান, আয়াত: ৩১)।

এ ক্ষেত্রে পবিত্র কুরআন ও হাদিসে জান্নাতি ও জাহান্নামীদের ব্যাপারে নানা বর্ণনা এসেছে। এরমধ্যে একটি হাদিসে ৩ শ্রেণির জান্নাতি ও ৫ শ্রেণির জাহান্নামীদের কথা এসেছে।

রাসুল (সা.) বলেছেন- তিন প্রকার মানুষ জান্নাতি হবে।

(১) যারা রাষ্ট্রীয় কর্ণধার, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং নেক কাজের তাওফিক লাভে ধন্য লোক।
(২) ওই সমস্ত মানুষ, যারা দয়ালু এবং আত্মীয়-স্বজন ও মুসলিম সম্প্রদায়ের প্রতি কোমলচিত্ত।
(৩) ওইসব সমস্ত মানুষ যারা পুত-পবিত্র চরিত্রের অধিকারী, যাঞ্চাকারী নয় এবং সন্তানাদি সম্পন্ন লোক।

একই হাদিসে আরও উল্লেখ রয়েছে, নবীজি (সা.) বলেছেন, পাঁচ প্রকার মানুষ জাহান্নামি হবে।

(১) এমন দুর্বল মানুষ, যাদের মধ্যে (ভাল-মন্দ) পার্থক্য করার বুদ্ধি নেই, যারা তোমাদের এমন তাঁবেদার যে, না তারা পরিবার-পরিজন চায়, না ধনৈশ্বর্য।
(২) এমন খিয়ানতকারী মানুষ, সাধারণ বিষয়েও যে খিয়ানত করে, যার লোভ কারও কাছে লুকায়িত নেই।
(৩) ওই লোক, যে তোমার পরিবার-পরিজন এবং ধন-সম্পদের ব্যাপারে তোমার সঙ্গে সকাল-সন্ধ্যা প্রতারণা করে।
(৪) কৃপণতা ও
(৫) নবীজি সা. মিথ্যাবলার কথাও উল্লেখ করেছেন। আর বলেছেন ‘শিনজীর’ হলো চরম অশ্লীলতাবাদী। (সহিহ মুসলিম, হাদিস: ৬৯৪৩)

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন