পাঁচ ওয়াক্ত নামাজ অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। ইরশাদ হয়েছে, ‘যখন তোমরা সালাত (নামাজ) পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে, তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয়ই সালাত মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ। (সুরা নিসা, আয়াত: ১০৩)।
আবার হাদিসেও একাধিকবার নামাজ আদায়ের কথা এসেছে। সেই সঙ্গে গুরুত্ব দেয়া হয়েছে ওয়াক্তমতো নামাজ আদায়ের ওপরও। এমনকি খোদ মহান আল্লাহর কাছেও যথাসময়ে সালাত আদায় করা অধিক প্রিয় একটি আমল। (সহিহ বুখারি, হাদিস: ৫০২)
এ ক্ষেত্রে দিনের শেষ ওয়াক্ত এশায় ফরজ আদায়ের পর সুন্নতের পাশাপাশি বিতরের নামাজ আদায় করতে হয়। প্রায় অন্য ফরজ নামাজের মতো এটি হলেও নিয়মের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে। বিতরের নামাজে দুই রাকাত পড়ে প্রথম বৈঠকে বসতে হয় এবং তাশাহহুদ পড়তে হয়। পরে সালাম না ফিরিয়েই তৃতীয় রাকাতের জন্য উঠে দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়তে হয়।
এরপর অন্য কোনো সুরা মেলানোর পর তাকবির বলে দুই হাত কান পর্যন্ত উঠাতে হয়। তারপর তাকবিরে তাহরিমার মতো হাত বেঁধে দোয়া কুনুত পড়তে হয়। পরবর্তীতে আগের মতো রুকু ও সিজদা সম্পন্ন করে শেষে তাশাহহুদ, দরুদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। এ ক্ষেত্রে যিনি তাহাজ্জুদের নামাজ পড়েন তাকে এয়ার ওয়াক্তে বিতরের নামাজ বাকি রাখতে হয় এবং পরবর্তীতে তাহাজ্জুদ পড়ে তা শেষে আদায় করতে হয়। কারণ, রাসুল (সা.) তাহাজ্জুদকে রাতের শেষ সালাত হিসেবে রাখতে বলেছেন। আবদুল্লাহ ইবনু উমর (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন- বিতরকে তোমাদের রাতের শেষ সালাত (নামাজ) করবে। (সহিহ বুখারি, হাদিস: ৯৪৪)
তবে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়ার পর পরবর্তীতে কোনো কারণে তাহাজ্জুদের সময় জাগতে না পারলে বিতরের নামাজ কাজা হয়ে যায়। এমন হলে অনেকেই দ্বিধায় ভুগেন যে, ছুটে যাওয়া বিতরের নামাজ কীভাবে আদায় করবেন।
এ ক্ষেত্রে হাদিস অনুযায়ী, যখনই ঘুম ভাঙবে তখনই বিতরের নামাজ পড়ে নিতে হবে। আবু সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- কেউ যদি বিতর আদায় না করে শুয়ে পড়ে বা তা আদায় করতে ভুলে যায়, তবে যখনই স্মরণ হবে অথবা যখন সে ঘুম থেকে উঠবে, তখনই তা আদায় করে নেবে। (সুনান ইবনু মাজাহ, হাদিস: ১১৮৮; সুনান আত তিরমিজি, হাদিস: ৪৬৫)

