তুরস্কের ইস্তাম্বুলে শত শত হাফেজ শিক্ষার্থীর বিদায় উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইস্তাম্বুল শহরের ফাতিহ এলাকায় অবস্থিত ইয়াভুজ সুলতান সেলিম মসজিদে এই অনুষ্ঠান হয়েছে। এতে উৎসব মুখর পরিবেশে র্যালিতে অংশগ্রহণ করেন শতাধিক ছাত্র-ছাত্রী। র্যালিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের সবাই কোরআনের হাফেজ।
র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা একসাথে মসজিদের বাইরে মার্চ করেন, ছবি তোলেন ও আনন্দ উদযাপন করেন। পরবর্তীতে তারা মসজিদ প্রাঙ্গণে এক সমাবেশে মিলিত হয়ে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শিক্ষার্থীদের কোরআন হিফজ করার অর্জনকে সম্মান জানাতে এবং কোরআন হিফজ করার পর ভবিষ্যতে সঠিকভাবে কোরআনের হাফেজ হিসেবে দায়িত্ব পালনের গুরুত্ব বাড়ানোর জন্য এই আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে বলা হয়, শিক্ষার্থীরা শুধু কোরআন মুখস্থই করেনি, পাশাপাশি এই শিক্ষাগত যাত্রায় ইসলামি তত্ত্ব, আরবি ভাষা ও ধর্মীয় শিক্ষাও নিয়েছে।
শিক্ষার্থীদের এক-অপরের সঙ্গে বন্ধন গড়ে তুলতে এবং নিজ দায়িত্বের প্রতি নতুনভাবে জাগরণ অনুভব করতে এ ধরনের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুখস্তের পাশাপাশি নিজের জীবনেও যেন তারা তা প্রয়োগ করতে পারেন এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।
সূত্র : ইয়েনি সাফাক
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
