এই ৭ কাজে ধ্বংস অনিবার্য

গেজেট ডেস্ক

পরকালে সফল হতে মহান আল্লাহর হুকুম যেমন মেনে চলা জরুরি, তেমনি রাসুল (সা.) এর আদর্শ ও তাঁর দেখানো পথ অনুসরণও জরুরি। পবিত্র কুরআনে খোদ মহান রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ‘হে নবী আপনি তাদের বলে দিন- যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু’ (সুরা আল-ইমরান, আয়াত: ৩১)।

তাই মনে রাখতে হবে, ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত জান্নাত। পবিত্র কুরআনে মহান আল্লাহ তা’য়ালা ইরশাদ করেছেন, ‘জমিনের ওপর যা কিছু আছে আমি সেগুলোর শোভাবর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে, আমলের ক্ষেত্রে কারা উত্তম।’ (সুরা কাহাফ, আয়াত: ৭)

আখিরাতে সফলকাম হতে তাই বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে উম্মতদের নানা বিষয়ে আদেশ-নিষেধের কথা জানিয়েছেন নবীজি, তেমনি বাতলে দিয়েছেন মহান রবের সন্তুষ্টি অর্জনের পথও। এরমধ্যে একটি হাদিসে নবীজি উম্মতদের ৭টি কাজ থেকে বিরত থাকতে বলেছেন, যে কাজগুলো করলে ধ্বংস অনিবার্য।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসটি হলো- একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- ধ্বংসকারী ৭টি কাজ থেকে তোমরা বেঁচে থাকো। পরে সাহাবিরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! (সা.) সেগুলো কি?

জবাবে নবীজি বললেন-
(১) আল্লাহর সঙ্গে শরিক করা,
(২) জাদু করা,
(৩) আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করা,
(৪) এতিমের সম্পদ (অন্যায়ভাবে) আত্মসাৎ করা,
(৫) সুদ খাওয়া,
(৬) যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এবং
(৭) সধবা, সরলমনা ও ঈমানদার নারীকে অপবাদ দেয়া। (সহিহ মুসলিম, হাদিস: ১৬৪)

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন