Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

দেনমোহরের টাকায় কেনা জিনিস স্বামী ব্যবহার করতে পারবে?

গেজেট ডেস্ক

বিয়ের মাধ্যমে দ্বীনের অর্ধেক পূর্ণ হয় বলে হাদিসে বর্ণিত হয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন বান্দা বিয়ে করে, তখন সে তার দ্বীনের অর্ধেক পূরণ করে। অতএব, বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে।’ -(সহিহ আল-জামিউস সাগির ওয়া জিয়াদাতুহু, হাদিস : ৬১৪৮; তাবরানি, হাদিস : ৯৭২; মুসতাদরাক হাকিম, হাদিস : ২৭২৮)

বিয়ের পর স্বাভাবিক নিয়মে স্ত্রীর ভরণপোষণ, ভালো-মন্দ দেখা-শোনার দায়িত্ব চলে আসে স্বামীর কাঁধে। পরস্পরের ওপর বিভিন্ন অধিকার চলে আসে। স্বামীর জন্য স্ত্র্রীর মোহরানা আদায় করা ওয়াজিব হয়ে পড়ে।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হল, যদি তোমরা তাদের মোহর প্রদান কর বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। -(সুরা মায়েদা. আয়াত, ৫)

অন্যত্র বর্ণিত হয়েছে, ‘তোমরা তাদেরকে বিয়ে করলে তোমাদের কোন অপরাধ হবে না যদি তোমরা তাদেরকে তাদের মোহর দাও।’ -(সুরা মুমতাহিনা, আয়াত, ১০)

দেনমোহরের টাকার মালিক স্ত্রী নিজে। কাজেই স্ত্রী যদি নিজের টাকায় সাংসারিক কোনো আসবাবপত্র ক্রয় করে তাহলে সেগুলোর মালিক স্ত্রী নিজে। তবে সাংসারিক আসবাবপত্র যেহেতু ঘরের সবার ব্যবহারের ক্রয় করা হয় তাই স্বাভাবিকভাবে এতে মালিকের অনুমতি বিদ্যমান থাকে। সুতরাং এ জাতীয় আসবাব ব্যবহার করতে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই।

তবে স্ত্রী যদি ব্যক্তিগত ব্যবহারের জন্য কোনো আসবাব ক্রয় করে থাকে তাহলে তা তার অনুমতি ব্যতিত ব্যবহার করা যাবে না। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ

‘আর তোমরা নিজদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেয়ো না। (সূরা বাকারা, আয়াত : ১৮৮)

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন