Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রথম জামাত

গেজেট ডেস্ক

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় এ জামাত শুরু হয়। ইমামতি করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক, মুকাব্বির ছিলেন একই মসজিদের খাদেম আব্দুল হাদী।

জামাত শেষে ইমাম বিশেষ খুতবা দেন। এরপর মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রথম জামাত।

বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। ইমামতি করেন এ মসজিদের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।

তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ।

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত
এদিন সকাল ১০টায় জাতীয় মসজিদে ঈদুল আজহার নামাজের চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মো. আনিসুজ্জামান সিকদার। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম হাফেজ মো. রুহুল আমিন।

খুলনা গেজেট /কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন