Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে আজ ঈদ

গেজেট ডেস্ক

সৌদি আরবে আজ ঈদ শুক্রবার। বৃহস্পতিবার দেশটির চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে ২০ এপ্রিল, বৃহস্পতিবার ছিল শেষ রোজা। ফলে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্যদিকে আনুষ্ঠানিকভাবে শনিবার, ২২শে এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে ৮টি দেশ। এগুলো হলো অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, ফিলিপাইন এবং জাপান। শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি এসব দেশে। ফলে শনিবার ঈদ ঘোষণা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।

ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনে হয়। তাই মুসলিমদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য।

এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ফিলিপাইন, ব্রুনেই ও অস্ট্রেলিয়াতেও শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হয়। সেই হিসেবে দেশে শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

খুলনা গেজেট/কেডি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন