Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সপ্তমবারের মতো সময় বাড়ছে হজ নিবন্ধনের

গেজেট ডেস্ক 

বাংলাদেশের হজযাত্রী নিবন্ধন ষষ্ঠ দফাতেও পূরণ না হওয়াতেও ফের বাড়ানো হয়েছে সময়। বৃহস্পতিবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নিবন্ধনের সময় আবারও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে কতদিন বাড়বে সেটা সন্ধ্যার দিকে জানা যাবে।

জানা যায়, বৃহস্পতিবার ছিল ষষ্ঠ দফায় বাড়ানো হজ নিবন্ধন করার শেষ দিন। এদিন বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১৪৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এ হিসাবে নিবন্ধনে এখনও বাকী রয়েছে আরও ৯ হাজার ৫০ জন।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন