Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব

আন্তর্জা‌তিক ডেস্ক

‌এ বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। তবে, বয়স হতে হবে ৬৫ বছরের নিচে। সেইসঙ্গে নেওয়া থাকতে হবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনার টিকা। খবর সৌদি প্রেস এজেন্সির।

করোনা মহামারির কারণে গত দুই বছরে সীমিত সংখ্যক ব্যক্তিকে হজ পালনের সুযোগ দেওয়া হয়েছিল। গত বছরও সাড়ে ৫৮ হাজারের কিছু বেশি মানুষকে হজ পালনের অনুমতি দেয় সৌদি সরকার।

এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজে অংশগ্রহণকারীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং তাঁদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত কোভিড-১৯-এর টিকা নেওয়া থাকতে হবে।

এ ছাড়া সব অংশগ্রহণকারীকে যাত্রার ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টে করোনা নেগেটিভ হতে হবে।

সৌদি মন্ত্রণালয় বলছে, ‘বিপুল মানুষকে হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হচ্ছে। সেখানে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন। মহামারির আগে এ সংখ্যা বিশ লাখ ছাড়িয়ে যেত।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন