Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আশুরায় শিরক বিদায়াত না করার আহবান ইমাম পরিষদের

নিজস্ব প্রতিবেদক

পবিত্র আশুরা উপলক্ষে ৯ ও ১০ মহররম রোজা রাখার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন খুলনা জেলা ইমাম পরিষদ। ওইদিন কোন প্রকার শিরক, বিদায়াত না করতে আহ্বান জানিয়ে আশুরাকে ঘিরে যে সমস্ত অনৈতিক শরিয়াত বিরোধী কাজকর্ম হয়, তা বন্ধে প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন নেতৃবৃন্দ। পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে জুমার দিনে সকল খতিবদের আলোচনার করতে অনুরোধ জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ আহবান জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা রফিকুর রহমান, মুশতাক আহমদ, আ খ ম যাকারিয়া, রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম-সম্পাদক নাসিরউদ্দীন কাসেমী ও এএফএম নাজমুস সউদ, অর্ধ সম্পাদক মাওলানা আবুল কালাম আযাদ, প্রচার সম্পাদক মাওলানা মোল্যা মিরাজুল হক ও দপ্তর সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন