Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

২৩ জুলাই থেকে ওমরা চালু করবে সৌদি কর্তৃপক্ষ

গে‌জেট ডেস্ক

সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী আবদুল ফাত্তাহ আল-মাশহাত বলেছেন, হজ শেষে ধাপে ধাপে ওমরা চালু করবে সৌদি কর্তৃপক্ষ। আগামী ১৫ জিলহজ তথা ২৩ জুলাই থেকে ওমরা চালু হবে বলে জানান তিনি।

রোববার সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সৌদি মালিকানাধীন টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়ার সাথে সাক্ষাতকারে এই কথা জানান তিনি। সাক্ষাতকারে তিনি বলেন, শুরুর দিকে প্রতিদিন ২০ হাজার লোককে ওমরার অনুমতি দেয়া হবে। পরে ধীরে ধীরে তা বাড়ানো হবে।

গত বছর মার্চে করোনাভাইরাস সংক্রমণের কারণে মক্কার মসজিদুল হারামে ওমরা পালন স্থগিত রাখা হয়। সাত মাস স্থগিত থাকার পর অক্টোবর থেকে আবার ওমরা চালু করা হয়। ওই সময় প্রতিদিন ছয় হাজার ব্যক্তিকে ওমরার অনুমতি দেয়া হয়। পরে তা ধীরে ধীরে বাড়ানো হয়েছে।

বর্তমানে হজের কারণে ওমরা পালন স্থগিত রয়েছে।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন