সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

কলকাতা প্রেসক্লাবে শাবান মাহমুদ সম্বর্ধিত

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ হাইকমিশন, দিল্লীতে কর্মরত মিনিস্টার ( প্রেস ) শাবান মাহমুদকে আজ মঙ্গলবার (৬ জুলাই) কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীস সুর ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামানিক সম্বর্ধনা জানিয়েছেন।

এই সময় উপস্থিত ছিলেন কলকাতার শীর্ষস্থানীয় দৈনিকের জ্যেষ্ঠ সাংবাদিকগণ এবং বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতার প্রথম সচিব (প্রেস) ড. মোঃ মোফাকখারুল ইকবাল।

শাবান মাহমুদকে কলকাতা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে ক্রেস্ট এবং উত্তরীয়’র মাধ্যমে সম্বর্ধনা জানানো হয়। আবেগঘন পরিবেশে শাবান মাহমুদ জানান, আমি যে প্রেসক্লাবে আজ সম্মানিত হলাম এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের জায়গা । ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কলকাতা প্রেসক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল । মুক্তিযুদ্ধকালে ১৯৭১ সালে পশ্চিমবঙ্গের বরেণ্য সাংবাদিকগণ এই কলকাতা প্রেসক্লাবের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিস্তারিত তথ্য বিশ্ববাসীকে জানিয়েছিলেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন