Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

প্রণব মুখার্জি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সংক্রমিত হওয়ার বিষয়টি তিনি নিজেই এক টুইট বার্তায় জানিয়েছেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, অন্য আরেকটি কারণে আমি হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে পরীক্ষা করে আজ দেখা যায়, আমি কোভিড পজিটিভ। আমি অনুরোধ করবো, যারা আমার সংস্পর্শে এসেছেন শেষ এক সপ্তাহে তারা যেন নিজেদের পরীক্ষা করান এবং নিজ থেকেই আইসোলেশনে থাকেন। এদিকে, সাবেক রাষ্ট্রপতির করোনায় আক্রান্তের খবরে অনেকে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন।

ভারতের সাবেক এই প্রেসিডেন্টের বর্তমান বয়স ৮৪ বছর। কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন।

এদিকে প্রণব মুখার্জি ছাড়াও এর আগে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়েছেন। তিনি এখনো হাসপাতালেই আছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিপিআইএম-এর বর্ষীয়ান পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তবে ড. ফুয়াদ হালিম সুস্থ হয়ে উঠলেও প্রয়াত হয়েছেন শ্যামল চক্রবর্তী। এছাড়াও আক্রান্ত হয়েছে দেশটির আরও বহু রাজনীতিবিদ।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন