বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

সেরামের টিকা রপ্তানি স্থ‌গিত করেছে ভারত

গেজেট ডেস্ক

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত এস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকার সব রকম বড় রপ্তানি সাময়িক স্থগিত করেছে ভারত। করোনা ভাইরাসের নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। এর ফলে আভ্যন্তরীণ চাহিদা মেটাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।

এর ফলে বিশ্বের বিভিন্ন স্থানে টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটবে। একই সঙ্গে জিএভিআই/ডব্লিউএইচও সমর্থিত বিশ্বব্যাপী কোভ্যাক্স কার্যক্রমেও এই টিকার সরবরাহ আটকে যাবে। কোভ্যাক্স কার্যক্রমের মাধ্যমে কম আয়ের দেশগুলোকে টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু দেশের ভিতর চাহিদা বৃদ্ধির ফলে আগামী কয়েক মাস এই টিকার সরবরাহ বাইরের কোনো দেশ বা সংস্থাকে দিতে পারবে না ভারত।

বিস্তারিত আসছে….।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন