বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

কাশ্মীর নিয়ে পাকিস্তানকে সমর্থন, তুরস্ককে ছাড় দিল না ভারত

আন্তর্জাতিক ডেস্ক

১৯৭৪ সাল থেকে সাইপ্রাসের উত্তারাঞ্চল তুরস্ক তাদের নিজেদের দখলে রেখেছে। এই তুরস্কই আবার কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন দিয়ে আসছে। এ নিয়ে তুরস্কের কড়া সমালোচনা করলেন জাতিসংঘের ভারতের প্রতিনিধি সীমা পুজানি।

এ নিয়ে জাতিসংঘের ভারতের প্রতিনিধি সীমা পুজানি বলেন, নিরাপত্তা কাউন্সিলের রেজ্যুলেশন অনুযায়ী, আমরা তুরস্ককে পরামর্শ দেবো যাতে তারা মেনে চলে।

১৯৭৪ সালে গ্রিসের সামরিক শাসকরা সাইপ্রাসে অভ্যুত্থান ঘটায়। তার প্রতিক্রিয়ায় উত্তর সাইপ্রাস অভিযান করে তুরস্ক। জাতিসংঘ তাকে বেআইনি আখ্যা দিয়েছে। কারণ এটি সম্পূর্ণ জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজ্যুলেশনের পরিপন্থী।

১৯৮৩ সালের ১৫ নভেম্বর টার্কিশ রিপাবলিক অফ নর্দান সাইপ্রাস(টিআরএনসি) গঠিত হয়। তারপরই ভারোশার ভোলবদল হয়। একদা যে সমুদ্রসৈকত ছিল বড়লোক ও বিখ্যাত লোকেদের অন্যতম পছন্দের জায়গা, তা ভুতুড়ে শহরে পরিণত হয়। বড় বড় বিলাসবহুল রিসর্ট, হোটেল এখন ভেঙে পড়েছে। গত বছরের ৮ অক্টোবর তুরস্কের সেনা ভারোশাকে আংশিকভাবে খুলে দেয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন