বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

তুরস্কের একশ বছর পূর্তিতে চাঁদে রকেট পাঠানোর ঘোষণা এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশের একশ বছর পূর্তি উপলক্ষে চাঁদে হাইব্রিড রকেট পাঠানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। যার মধ্যে আছে, ২০২৩ সালের শেষের দিকে চাঁদে রকেট পাঠানো এবং মহাকাশ-বন্দর তৈরি করা।

বার্তা সংস্থা আনদলু এজেন্সি’র বরাতে জানা যায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, আমরা মহাকাশ-বন্দর গড়ে তুলতে চাই। তুরস্ক যেন রকেট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী দেশে পরিণত হয় আমি সে লক্ষে কাজ করব। আমাদের প্রয়াস সফল হবে এবং মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশের তালিকায় তুরস্কও ঠাঁই পাবে।

আগামী ১০ বছরের জন্য বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করে তিনি বলেন, আমি আশা করব, আমাদের প্রয়াস সফল হবে এবং মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশের তালিকায় তুরস্কও ঠাঁই পাবে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন