Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

অনুমতি ছাড়াই হজ পালনের চেষ্টা, আটক ২৪৪

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি আকারে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে অন্য বছরের মতো এবার হজ পালনের অনুমতি দেয়নি সৌদি সরকার। সর্বোচ্চ ১০ হাজার মানুষকে হজ পালনের অনুমতি দেয়া হয়েছে। তার মধ্যে দুই তৃতীয়াংশ সৌদি আরবে বসবাসরত বিদেশি মুসলিম এবং এক তৃতীয়াংশ সৌদি নাগরিক।

তার পরেও অবৈধভাবে হজ পালনের চেষ্টা করছেন অনেকে। মঙ্গলবার (২৮ জুলাই) হজ সিকিউরিটি ফোর্স ২৪৪জনকে আটক করেছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা অনুমতি না পাওয়ার পরেও তারা প্রটোকল ভেঙে হজ পালনের চেষ্টা করছিলেন।

প্রমাণ সাপেক্ষে আটক ২৪৪ জনকে শাস্তি দেয়া হয়েছে। আগেই জানানো হয়েছে, অনুমতি না থাকলে হজে যাওয়া যাবে না। তার পরেও কেউ পবিত্র স্থানগুলোতে যাওয়ার চেষ্টা করলে কড়া শাস্তির আওতায় পড়বে।

সৌদি প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে কড়া নিরাপত্তা বজায় রেখে সীমিত পরিসরে হজ পালন হচ্ছে। অনুমতি না থাকলে কেউ যেন এ বছর হজ পালনের চেষ্টা না করে। চেষ্টা করলেও ধরা পড়তে হবে। কারণ, নিরাপত্তা ব্যবস্থা একেবারেই কঠিন। ধাপে ধাপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হতে হবে। সূত্র : সৌদি গেজেট

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন