বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

কৃষি আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশে বিজেপি বিধায়কের পদত্যাগ

কলকাতা প্রতিনিধি

কৃষি আইনের বাতিল এবং কৃষক- খেতমজুরদের মিছিলে পুলিসের দমন পীড়নের প্রতিবাদে যোগীর রাজ্যের বিজেপি বিধায়ক অবতার সিং পদত্যাগ করলেন। তিনি শুধু বিধায়ক পদ থেকে পদত্যাগ করেননি, বিজেপির সব গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেন। অবতার সিং উত্তরপ্রদেশের মিরপুরের বিজেপি বিধায়ক । এর আগে তিনি মিরাট-এর সাংসদ ছিলেন। একজন ভালো বাগ্মী। এই ঘটনা প্রমাণ করে কৃষি আইন বিজেপি দলের অনেকেই মেনে নিতে পারেননি।

উল্লেখ্য, কৃষি আইনের জন্যই বিজেপি নেতৃত্বাধীন এনডি এ জোট থেকে আকালি দল ও লোক গণতান্ত্রিক দল বেরিয়ে যায়। এবার খোদ বিজেপি বিধায়কের ইস্তফা । এতে দলের মধ্যে অস্বস্তি বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন