Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিশ্বব্যাপী একদিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড

গেজেট ডেস্ক

মানুষ যতই স্বাভাবিক অবস্থায় ফিরছে, করোনাভাইরাসে শনাক্তের হার ততই বাড়ছে। গত ২৪ ঘণ্টা বিশ্বব্যাপী করোনা শনাক্তের সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে।

ওয়ার্ল্ডোমিটার বলছে, শেষ ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৯ হাজার ২৮ জন মানুষ। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই সর্বোচ্চ ৭৮ হাজার ৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়াও ব্রাজিলে ৫৮ হাজার ২৪৯ জন এবং ভারতে ৪৮ হাজার ৮৯২ জন আক্রান্ত হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই সর্বোচ্চ ২ লাখ ৭৯ হাজার ৭৬৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল।

ওয়ার্ল্ডোমিটার আরও বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মারা গেছেন ৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৪১, ব্রাজিলে ১ হাজার ১৭৮, ভারতে মারা গেছেন ৭৬১ জন। করোনা আক্রান্তের শীর্ষ দেশ এই তিনটি দেশে মূলত প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

শনিবার (২৫ জুলাই) বেলা সোয়া ১১ টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ১ কোট ৫৯ লাখ ৪৫ হাজার। মোট মৃত্যু ৬ লাখ ৪২ হাজার। আর সারাবিশ্বে সুস্থ হয়ে উঠেছেন ৯৭ লাখ ৪২ হাজার মানুষ।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন