শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সম্পর্কে কিছু তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এটি ইরানের একটি আলাদা বাহিনী হলেও সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

বিপ্লবী গার্ড কে?

বিপ্লবী গার্ড ইরানের সেনাবাহিনীর একটি শাখা। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর ইসলামিক বিপ্লবী গার্ড প্রতিষ্ঠা করা হয়।

সাধারণ সেনাবাহিনীর পাশাপাশিই তারা কাজ করে। বিপ্লবী গার্ড সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কাছে সরাসরি জবাব দেয়। এ বাহিনী ইরানের প্রতিরক্ষা, বৈদেশিক অভিযান এবং ইরানের আঞ্চলিক প্রভাব রক্ষায় কেন্দ্রীয় ভূমিকা পালন করে।

বর্তমানে বিপ্লবী গার্ডের ১ লাখ ৯০ হাজার সক্রিয় কর্মী রয়েছে। এছাড়া রিজার্ভ সেনা আছে ৬ লাখের বেশি।

বিপ্লবী গার্ড ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক কার্যক্রমটি দেখে। এছাড়া মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হুথিসহ যেসব প্রক্সি গ্রুপ আছে তাদের সহায়তা করে।

২০১৯ সালে বিপ্লবী গার্ডকে প্রথম দেশ হিসেবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

সামরিক দায়িত্বের পাশাপাশি ইরানের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবকাঠামোতেও বিপ্লবী গার্ড গভীরভাবে যুক্ত।

সূত্র: আলজাজিরা

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন