চলতি বছরের পবিত্র রমজান মাস ফেব্রুয়ারি ১৮–১৯ থেকে শুরু হয়ে মার্চের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে। ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে। তবে এসবই চাঁদ দেখার ওপর নির্ভর করছে।
জ্যোতির্বিদদের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালের রোজা মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে মোটামুটি স্বস্তিদায়ক সময় ধরে থাকবে, কারণ রমজান শীত ও বসন্তের মধ্যে আসায়-দিনের আলোর সময়কাল তুলনামূলক কম হবে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজার সময়ের আকার: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানে রোজা শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪০ মিনিট থাকতে পারে আর রমজানের শেষদিকে এটি ধীরে ধীরে প্রায় ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে।
বিশেষজ্ঞরা বলেন, রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিদিন প্রায় ১-২ মিনিট করে রোজার সময় বাড়বে, ফলে মাসের শেষ দিকে দিন আরও দীর্ঘ হবে।
ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের পার্থক্যের জন্য দেশভেদে সামান্য ফারাক থাকতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে মোটামুটি ১২ থেকে ১৩ ঘণ্টার মধ্যে রোজা রাখতে হবে- যা গত কয়েক বছরের দীর্ঘ, গরমে পড়া রোজার তুলনায় খুবই সহনীয় সময় মনে করা হচ্ছে।
খুলনা গেজেট/এএজে



