রাশিয়ার নিষেধাজ্ঞা এড়িয়ে চলা কথিত ‘শ্যাডো ফ্লিটের’ একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ফ্রান্স। সে জাহাজের ভারতীয় ক্যাপ্টেনকে হেফাজতে নিয়েছে তারা। জাহাজটি কোনো দেশের পতাকা না ওড়ানোর কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। খবর ফ্রান্স ২৪-এর।
গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভূমধ্যসাগরে জাহাজটি আটক করে ফরাসি নৌবাহিনী। এখন সেটিকে মার্শেইয়ের কাছাকাছি একটি বন্দরে কড়া পাহারায় নোঙর করে রাখা হয়েছে। ৫৮ বছর বয়সি ভারতীয় ক্যাপ্টেন গ্রিনচ নামের ট্যাংকারটির দায়িত্বে ছিলেন।
মামলার তদন্তের দায়িত্বে থাকা মার্শেই প্রসিকিউটরস অফিস জানিয়েছে, জাহাজটির বাকি ক্রু সদস্যদের সবাই ভারতীয়। তাদের আপাতত জাহাজেই রাখা হয়েছে।
ধারণা করা হচ্ছে, পুরোনো ট্যাংকারগুলোর একটি বহরের অংশ গ্রিনচ। রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা জারির পর দেশটির তেল পরিবহনে ব্যবহৃত হচ্ছে এসব ট্যাংকার।
এই কথিত ‘শ্যাডো ফ্লিটের’ জাহাজগুলো প্রায়ই পতাকা পরিবর্তন করে। অবৈধ পতাকা ব্যবহার করে শনাক্তকরণ ও নজরদারি এড়ানোর চেষ্টা করে তারা।
রবিবার (২৫ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি’র এক আলোকচিত্রীর পর্যবেক্ষণে দেখা যায়, জাহাজটি মার্তিগ শহরের উপকূল থেকে প্রায় ৫০০ মিটার (১ হাজার ৬০০ ফুট) দূরে নোঙর করা ছিল। স্থানীয় কর্তৃপক্ষ নোঙরস্থলের চারপাশে নৌ ও আকাশপথে নিষেধাজ্ঞা জারি করেছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার শ্যাডো ফ্লিটের অন্তর্ভুক্ত অন্তত ৫৯৮টি জাহাজ রয়েছে।
খুলনা গেজেট/এএজে



