শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

উড্ডয়নের পর ট্রাম্পকে বহনকারী বিমানে ত্রুটি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাভোস সফরের সময় তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বৈদ্যুতিক ত্রুটি কবলে পড়ে। এ কারণে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ এই বিমানটি ওয়াশিংটন ডিসি এলাকায় ফিরে আসতে বাধ্য হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিবিসি নিউজ।

হোয়াইট হাউস কর্মকর্তারা জানান, সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দেয়ার উদ্দেশে যাত্রা শুরু করলেও সতর্কতার অংশ হিসেবে বিমানটি ফিরিয়ে আনা হয়। বোয়িং ৭৪৭ বিমানটি নিরাপদে অবতরণের পর একটি ছোট বোয়িং ৭৫৭ বিমানে করে পুনারায় সফর শুরু করেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের কিছু পর বিমানটি যাত্রা করে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, উড্ডয়নের পর এয়ার ফোর্স ওয়ানের ক্রু একটি ছোট বৈদ্যুতিক সমস্যা শনাক্ত করেন। বাড়তি সতর্কতার অংশ হিসেবে তখনই বিমানটি ঘুরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়। বিমানে থাকা এক সাংবাদিক জানান, উড্ডয়নের কিছুক্ষণ পর প্রেস কেবিনের আলো অল্প সময়ের জন্য নিভে গিয়েছিল, যদিও তখন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হয়নি।

বর্তমানে এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত দুটি বিমান প্রায় চার দশক ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনের পরিষেবায় রয়েছে। এগুলোর বিকল্প হিসেবে নতুন বিমান তৈরির কাজ বোয়িংয়ের হাতে থাকলেও প্রকল্পটি নানা কারণে বিলম্বের মুখে পড়েছে।

এরই মধ্যে গত বছর কাতারের শাসক পরিবার ট্রাম্পকে একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জেট উপহার দেয়, যা এয়ার ফোর্স ওয়ান বহরে যুক্ত করার কথা বলা হয়েছিল। তবে বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বর্তমানে প্রয়োজনীয় নিরাপত্তা মান পূরণে ওই বিমানটিকে নতুন করে সাজানো হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন