শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক

গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো। কারাগারে সহিংস দাঙ্গা, জিম্মি নাটক ও পুলিশের ওপর পাল্টা হামলার জেরে এ ঘোষণা দেয়া হয়। সপ্তাহান্তে সংঘটিত এসব ঘটনায় রাজধানী গুয়াতেমালা সিটিতে অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা নিহত হন।

রবিবার (১৮ জানুয়ারি) জারি করা জরুরি আদেশের ফলে নাগরিক স্বাধীনতার ওপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীকে আদালতের পূর্বানুমতি ছাড়াই তল্লাশি, গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের ক্ষমতা দেয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হলেও এটি এখনো পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। খবর আল জাজিরার।

সহিংসতার সূত্রপাত শনিবার, যখন কারা কর্তৃপক্ষ কুখ্যাত গ্যাং নেতা ও বারিও ১৮-এর প্রধান আলদো দুপি ওচোয়া মেহিয়া ওরফে ‘এল লোবো’-সহ শীর্ষ গ্যাং নেতাদের বিশেষ সুবিধা সীমিত করার উদ্যোগ নেয়। এর প্রতিবাদে গ্যাং-সংশ্লিষ্ট বন্দিরা রাজধানী ও আশপাশের তিনটি কারাগারে ৪৬ জন কারারক্ষী ও কর্মীকে জিম্মি করে।

রবিবার ভোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জিম্মিদের মুক্ত করা হয় এবং কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়। অভিযানের পরপরই গ্যাং সদস্যরা পুলিশের ওপর প্রতিশোধমূলক সশস্ত্র হামলা চালায়। এতে সাতজন পুলিশ নিহত এবং অন্তত ১০ জন আহত হন।

জাতির উদ্দেশে ভাষণে প্রেসিডেন্ট আরেভালো বলেন, ‘এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনী ও জনগণকে ভয় দেখানো, যাতে আমরা গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই থামিয়ে দিই। কিন্তু তারা ব্যর্থ হবে।’ তিনি নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন