শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

সৌদি আরবে দেখা যায়নি শাবান মাসের চাঁদ

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে দেখা যায়নি হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ। ফলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শাবান মাস শুরু হবে আগামী মঙ্গলবার, ২০ জানুয়ারি থেকে। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখার চেষ্টা করা হলেও কোথাও নতুন চাঁদের অস্তিত্ব নিশ্চিত করা সম্ভব হয়নি।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট ও সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে জানানো হয়, নির্ভরযোগ্য কোনো সাক্ষ্য না পাওয়ায় চলমান রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং তার পরদিন মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। এই ঘোষণা সৌদি প্রেস এজেন্সিসহ বিভিন্ন সরকারি মাধ্যমে প্রচার করা হয়েছে।

শাবান মাস ইসলামি বর্ষপঞ্জির অষ্টম মাস। রমজানুল মুবারকের ঠিক আগের এই মাসটি মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। বহু মুসলমান এই মাসে নফল রোজা, ইবাদত-বন্দেগি ও আত্মশুদ্ধির মাধ্যমে রমজানের প্রস্তুতি গ্রহণ করে থাকেন। হাদিস শরিফে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) এ মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন।

সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণার ওপর ভিত্তি করে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ তাদের হিজরি মাস নির্ধারণ করে থাকে। ফলে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশেও একই দিনে শাবান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অবশ্য স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে মাস শুরু হয়। সে কারণে সৌদি আরবের সঙ্গে একদিনের পার্থক্য হতে পারে। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি নিজস্ব পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণের পর শাবান মাস শুরুর তারিখ ঘোষণা করবে।

শাবান মাস মুসলমানদের জন্য আত্মসমালোচনা, গুনাহ থেকে তওবা এবং রমজানের জন্য মানসিক ও আত্মিক প্রস্তুতির সুবর্ণ সুযোগ।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন