বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে খালেদা জিয়াকে দৃঢ় সংকল্প ও বিশ্বাসের বিরল এক নেতা হিসেবে উল্লেখ করে তার অবদান স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
ভারতের প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে ৩০ ডিসেম্বর লিখা ওই চিঠিতে তিনি খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের স্মৃতিচারণ করেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে সাক্ষাতের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই চিঠি তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ সকালে চার ঘন্টার জন্য ঢাকায় এসেছিলেন এস জয়শঙ্কর।
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর এস জয়শঙ্কর তার এক্সে লিখেছেন, তার কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেছি। ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছি। ভারত এ বিষয়ে আশাবাদী যে খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ আমাদের অংশীদারিত্বের উন্নয়নের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।
চিঠিতে বলা হয়েছে, আপনার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে আমি গভীর শোক প্রকাশ করছি। আপনার ব্যক্তিগত এই গভীর ক্ষতির জন্য আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে শান্তি লাভ করুন। আমি ২০১৫ সালের জুনে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে আমার সাক্ষাৎ ও আলোচনার কথা আবেগপ্রবণ হয়ে স্মরণ করছি। তিনি ছিলেন সংকল্প ও দৃঢ় বিশ্বাসের অধিকারী বিরল এক নেতা যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। তিনি বাংলাদেশের উন্নয়নে এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ।
নরেন্দ্র মোদি আরও লেখেন, যদিও তার বিদায় অপরিবর্তনীয় শূন্যতা রেখে গেছে, তার স্বপ্ন ও অবদান চিরকাল বেঁচে থাকবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার দক্ষ নেতৃত্বের অধীনে তার আদর্শগুলো এগিয়ে যাবে, এবং যা ভারত ও বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে নতুন পথ দেখাতে এবং সমৃদ্ধ করতে পথ প্রদর্শক হিসেবে কাজ করবে।
খুলনা গেজেট/এএজে
