দুবাইয়ের প্রাণকেন্দ্র ক্রিক পার্কে মহান বিজয় দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপিত হয়েছে। গতকাল রবিবার (২১ ডিসেম্বর) প্রবাসী সংগঠন ‘এনআরবি খুলনা’-র আয়োজনে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে আমিরাতের সাতটি প্রদেশ থেকে বৃহত্তর খুলনা অঞ্চলের পেশাজীবী অভিবাসীরা তাদের পরিবার-পরিজন নিয়ে একত্রিত হন। দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশীয় খেলাধুলা, রান্নাবান্না, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন এবং দেশাত্মবোধ ও সাংস্কৃতিক বন্ধনের অনুভূতি জাগিয়ে তোলা হয়।
সংগঠনের কোর্ডিনেটর প্রকৌশলী মঈনুল ইসলামের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাখাওয়াত হোসেন। সূচনা হয় শিশু-কিশোরদের জন্য ‘দেশের ছবি আঁকো’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে। শিশুরা তাদের রং-তুলিতে ফুটিয়ে তোলে বাংলাদেশের গ্রাম-বাংলার নৈসর্গিক দৃশ্য, জাতীয় স্মৃতিসৌধ। এরপর পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আকর্ষণীয় আয়োজন ছিল সুন্দরবনের জীববৈচিত্র্য অবলম্বনে অভিনব লুডু খেলা।
ওয়াসিজ্জামান ও রিতা জামান দম্পতির তৈরি বিজয় দিবসের কেক সকলের দৃষ্টি কাড়ে। এছাড়া ঘরে তৈরি নানা স্বাদের খাবারের সমাহার অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল। শুধু খুলনা অঞ্চলের নয়, সমগ্র বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ছিল এ আয়োজনে।

আত্মপরিচয়ের চেতনা এবং দৃষ্টিভঙ্গি
এনআরবি খুলনার পক্ষ থেকে জানানো হয়, প্রবাসের ব্যস্ত জীবনেও আমরা আমাদের আত্মপরিচয় ও জাতীয় চেতনাকে লালন করি। বিজয় দিবস আমাদের গৌরবের দিন, আর আন্তর্জাতিক অভিবাসী দিবস আমাদের বৈশ্বিক অবদানের স্বীকৃতির দিন। এই দুই দিবসকে একত্রে উদযাপনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা একটি বার্তা দিতে চেয়েছেন যে, তারা যেমন বাংলাদেশের গর্বিত নাগরিক, তেমনি বৈশ্বিক নাগরিক হিসেবেও তাদের অবস্থান সমুন্নত। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা তাদের দেশপ্রেম, সংস্কৃতি চর্চা এবং একে অপরের সঙ্গে বন্ধন সুদৃঢ় করতে প্রত্যয় ব্যক্ত করেন।
দিনের শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ ও সম্মানিত অতিথিরা। উপস্থিত সকল শিশুদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও প্রবাসে বসবাসরত খুলনাবাসীরা এভাবেই জাতীয় দিবসগুলো উদযাপন এবং নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখতে সচেষ্ট থাকবেন। এনআরবি খুলনার এমন আয়োজন প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মধ্যে দেশাত্মবোধ জাগ্রত রাখতে এবং সামাজিক বন্ধনকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখছে বলে উপস্থিত সকলের ধারণা।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, আসলাম হোসেন, খালিদ সাইফুল্লাহ, প্রকৌশলী এস. কে. মুস্তাফিজুর রহমান, প্রকৌশলী তাবিবুর রহমান, প্রকৌশলী বিকো রয়, মাসুম বিল্লাহ সুমন, রুহুল আমিন প্রমুখ। মহিলা বিভাগের খেলা পরিচালনা করেন আলিমা বেগম ও জেসমিন আক্তার।
বিজয় দিবস ও অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এই পিকনিকে আরো উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের দুবাইয়ের ব্রাঞ্চ ম্যানেজার রুহুল আমিন সুমন।
খুলনা গেজেট/এনএম
