নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো গত সপ্তাহে নৌকায় করে ভেনেজুয়েলা ছাড়ার সময় তার মেরুদণ্ডের একটি হাড় ভেঙে যায়। অসলোতে পুরস্কার গ্রহণ করতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে সোমবার দেশটির বিরোধী এই নেত্রীর একজন মুখপাত্র জানিয়েছেন। নরওয়ের একটি গণমাধ্যমের প্রতিবেদনে ভেনেজুয়েলার বিরোধী এই নেত্রীর আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
দেশে কর্তৃপক্ষের আরোপিত এক দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করে এবং এক বছরেরও বেশি সময় আত্মগোপনে থাকার পর মাচাদো নরওয়ে যান। তবে গত বুধবারের আনুষ্ঠানিক পুরস্কার প্রদান অনুষ্ঠানের সময় তিনি সেখানে পৌঁছাতে পারেননি।
নরওয়ের দৈনিক আফতেনপোস্টেন অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলেছে, অসলোতে চিকিৎসকরা পরীক্ষা করে তার পিঠে একটি ভাঙন শনাক্ত করেছেন। নৌযাত্রার সময় বৈরী আবহাওয়ার কারণে তার মেরুদণ্ডে ওই আঘাত লাগে।
মাচাদোর এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, আফতেনপোস্টেনের প্রতিবেদনটি সঠিক। তবে তিনি এর বেশি বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।
এর আগে বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছিলেন, মাচাদো গত সপ্তাহের শুরুতে নৌকায় করে ভেনেজুয়েলা ছাড়েন এবং ক্যারিবীয় দ্বীপ কুরাসাও যান। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্র হয়ে একটি ব্যক্তিগত বিমানে নরওয়ের উদ্দেশে রওনা দেন।
মাচাদো বলেছেন, তিনি ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। তার লক্ষ্য প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছ থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।
সূত্র: রয়টার্স

