শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

বাণিজ্য চুক্তির আলোচনার আবহে ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ, নানা প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কাছ থেকে এযাবৎকালের সেরা প্রস্তাব পেয়েছে আমেরিকা। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে এমনটাই দাবি করেছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। বুধবার থেকেই নয়াদিল্লিতে ফের এক দফায় বাণিজ্য আলোচনা শুরু হয়েছে ভারত-আমেরিকার মধ্যে। এই পরিস্থিতিতে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে হঠাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোনালাপ নিয়ে উঠেছে প্রশ্ন। মোদি নিজেই ফোনালাপের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে লিখেছেন, ‘আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি।’

হোয়াইট হাউসের একজন কর্মকর্তাও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত বলেননি।

রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন যেসব শাস্তিমূলক শুল্ক আরোপ করেছে, সেখান থেকে ছাড় পাওয়ার চেষ্টা করছে ভারত। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর বৈঠকগুলো নিয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি।

ভারতের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার পর থেকে মোদি ও ট্রাম্পের মধ্যে এ নিয়ে তিনবার কথা হয়েছে। শুল্ক বৃদ্ধির ফলে ভারতের টেক্সটাইল, রাসায়নিক এবং চিংড়িসহ বিভিন্ন খাদ্যপণ্য রপ্তানির ওপর প্রভাব পড়েছে।

ট্রাম্পের সঙ্গে নিজের কথোপকথনকে মোদি ‘উষ্ণ ও আন্তরিক’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দুই দেশ একসঙ্গে কাজ চালিয়ে যাবে।

গত জুলাইয়ের শেষ দিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য আলোচনা ভেস্তে গিয়েছিল। কারণ, তখন যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের জন্য নিজেদের বাজার খুলে দিতে ভারত অস্বীকৃতি জানায়। তা ছাড়া ভারত-পাকিস্তান সংঘাতের সময় মধ্যস্থতার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার কথা স্বীকার করতেও রাজি হয়নি নয়াদিল্লি।

দুই দেশের মধ্যে আলোচনা এখনো চলছে। এর মধ্যে রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রসনেফট এবং আরেক প্রতিষ্ঠান লুকঅয়েলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর চাপের মুখে ভারতের তেল শোধনাগারগুলো মস্কো থেকে তেল আমদানি কমাতে শুরু করেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ওই নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধের কারণে ক্রেমলিনের ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোরই একটি কৌশল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন