নরওয়েতে পৌঁছেছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো। গত বছর থেকে আত্মগোপনে থাকা এই নেত্রী নোবেল পাওয়ার পর এবারই প্রথম জনসম্মুখে এলেন।
নরওয়ের অসলোতে স্থানীয় সময় বুধবার শান্তিতে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এতে যোগ দেননি মাচাদো। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন মেয়ে আনা কোরিনা সোসা। এর কয়েক ঘণ্টা পর মাচাদো অসলোতে জনসম্মুখে আসেন।
ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের স্বীকৃতি হিসেবে গত অক্টোবরে শান্তিতে নোবেল পান মাচাদো। দেশটিতে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। গত বছরের নির্বাচনে তাঁর বিরুদ্ধে প্রচারসহ শপথবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিলেন মাচাদো। তবে নির্বাচনের পর থেকে আত্মগোপনে ছিলেন। তাঁর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আছে।
এই নিষেধাজ্ঞার মধ্যেই নরওয়ে ভ্রমণ করলেন। বুধবার রাজনৈতিক দলের প্রতিনিধিরা সিএনএনকে বলেছিলেন, মাচাদো পুরস্কার বিতরণের মূল অনুষ্ঠানে থাকবেন না। তবে দিনের অন্য সময় তাঁর অসলোতে থাকার ব্যাপারে আশা করা হচ্ছে।
অসলোতে পৌঁছানোর পর প্রায় মধ্যরাতে মাচাদো স্থানীয় গ্র্যান্ড হোটেলের ব্যালকনিতে দাঁড়ান। নিচে তখন সমর্থকরা ভিড় করেছিলেন। মাচাদো তাদের উদ্দেশে হাত নাড়ান। এক ফাঁকে বিবিসিকে তিনি বলেন, ‘এই ভ্রমণ ঠিক কতটা ঝুঁকিপূর্ণ তা তিনি জানেন।’ পরে সমর্থকদের সঙ্গে হাত মেলাতে রাস্তায় যান।
ভেনেজুয়েলায় আন্দোলনের সময় মাচাদো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে একনায়ক ও অপরাধী হিসেবে অ্যাখ্যা দেন। মাদুরোকে হটাতে সমর্থকের একত্রিত হওয়ার আহ্বান জানান। মাচাদোর মতে, এই শাসন ব্যবস্থাকে প্রচলিত একনায়কতন্ত্র হিসেবে নয়, বরং একটি অপরাধের কাঠামো হিসেবে বিবেচনা করতে হবে।
খুলনা গেজেট/এনএম

