পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সামনে থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন আলিমা খান, নওরিন নিয়াজি ও উজমা খানকে আটক করেছে পুলিশ। কারাবন্দি ভাইয়ের সঙ্গে দেখা করতে না দেওয়ায় তারা আদিয়ালা কারাগারের সামনে অবস্থান নিয়েছিলেন।
ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বলেছে, গত মঙ্গলবার রাতে ইমরান খানের তিন বোনকে আটক করার আগে পুলিশ তাদের সঙ্গে অশোভন আচরণ করেছে এবং জোরজবরদস্তি করে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে গেছে। ইমরান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি। কারা কর্তৃপক্ষ দলীয় নেতাকর্মী বা পরিবারের সদস্যের সঙ্গে ইমরানকে দেখা করতে দিচ্ছে না। এর প্রতিবাদে মঙ্গলবার পিটিআই নেতাকর্মী ও ইমরানের পরিবারের সদস্যরা কারাগার প্রাঙ্গণের বাইরে অবস্থান নেন। তারা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে এ বিষয়ে আদালতের আদেশ লঙ্ঘন করার অভিযোগ করেন।
গতকাল মধ্যরাতের পর সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে পিটিআই থেকে বলা হয়, যখন পুলিশ অভিযানে নামে, তখন আলিমা খান, নওরিন নিয়াজি ও উজমা খান আদিয়ালা কারাগারের সামনে শান্তিপূর্ণভাবে বসেছিলেন। খাইবার পাখতুনখাওয়ার স্থানীয় সরকারমন্ত্রী মিনা খান আফ্রিদি, এম এন এ শাহিদ খট্টক এবং অন্যান্য দলীয় কর্মী, যাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছেন, তারা সহিংসতার শিকার হয়েছেন এবং পুলিশ তাদের উঠিয়ে নিয়ে গেছে।
আদালতের আদেশ থাকার পরও কেন ইমরান খানের সঙ্গে প্রতি সপ্তাহে তাঁর পরিবারকে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না– তা নিয়ে প্রশ্ন তুলে ওই পোস্টে আরও বলা হয়, ‘আদালতের নির্দেশে একজন কারাবন্দির অধিকার অনুযায়ী ইমরান খানকে তাঁর পরিবারের সঙ্গে প্রতি সপ্তাহে নিয়মিত সাক্ষাৎ করতে দেওয়া উচিত নয় কি? তাঁর পরিবারের সদস্য ও সমর্থকদের বিরুদ্ধে দমন ও সহিংসতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।’
পিটিআইর কর্মীরা ঘটনার কিছু ভিডিও এক্সে পোস্ট করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, আলিমা ও উজমা বোন নওরিনকে ধরে বসে আছে। তাদের চারপাশ ঘিরে আছেন দলীয় কর্মীরা। ভিডিওতে বোঝা যাচ্ছিল নওরিন রীতিমতো কাঁপছেন। তাদের ঘিরে রাখা নারীকর্মীরা নওরিনকে শান্ত ও সুস্থ রাখার চেষ্টা করছেন। খবর দ্য ডনের।
খুলনা গেজেট/এনএম

