যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একাধিক জায়গায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার (১৯ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমান হামলায় জেইতুন নামে একটি এলাকায় তিনজন নিহত হয়েছেন। এছাড়া খান ইউনিসের কাছের মাওয়াসিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সবমিলিয়ে নতুন হামলায় এখন পর্যন্ত ৯ জন প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাদের সেনাদের ওপর আজ হামলা হয়েছে। এরপর এর জবাবে বিমান হামলা হয়েছে। যদিও এ হামলায় কোনো সেনা হতাহত হয়নি। হামলার ব্যাপারে দখলদাররা কোনো প্রমাণ এখনো দেয়নি। গত মাসে সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর অন্তত দুইবার তারা সাধারণ মানুষের ওপর বড় হামলা চালিয়েছে। যুদ্ধবিরতি চললেও এখন পর্যন্ত প্রায় ৩০০ মানুষকে হত্যা করেছে তারা।
এরআগে লেবাননের একাধিক জায়গায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বুধবার দক্ষিণাঞ্চলের দেঈর কিফা এবং চেহোর গ্রামে বিমান থেকে বোমাবর্ষণ করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। এই হামলার আধা ঘণ্টা আগে সতর্কতা দিয়েছিল ইসরায়েল। তারা বলেছিল, এসব জায়গায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তবে আদৌ হিজবুল্লাহর অবকাঠামোর ওপর হামলা চালানো হয়েছে কি না এ নিয়ে সন্দেহ আছে।
যুক্তরাষ্ট্র, মিসর, কাতার ও মিসরসহ মধ্যস্থতাকারী দেশগুলোর সহায়তায় যুদ্ধবিরতি হলেও প্রথম থেকে এটি ভঙ্গুর ছিল। দখলদাররা এখনো যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করেনি। ফলে চুক্তিটির ভাগ্য এখনো ঝুলে আছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
খুলনা গেজেট/এএজে

