রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

জেন-জি আন্দোলনে উত্তাল মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক

এক মেয়রের মৃত্যু ঘিরে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে জেন-জি। স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) সহিংসতায় রূপ নেওয়া এই আন্দোলনে ১৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। যাদের বেশিরভাগ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য বলে জানা গেছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, জেন-জিরা এই আন্দোলন শুরু করলেও সব বয়সী মানুষ গতকাল এতে যোগ দেয়। এছাড়া দেশটির বিরোধী দলও আন্দোলনে সমর্থন জানিয়েছে।

রাজধানী মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ বলেছেন, “আন্দোলন দীর্ঘসময় শান্তিপূর্ণ ছিল। কিন্তু মুখ ঢাকা একটি দল সহিংসতা শুরু করে।”

তিনি জানিয়েছেন, পুলিশের ১০০ সদস্য আহত হয়েছেন। যারমধ্যে ৪০ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। অপরদিকে পুলিশের হামলায় ২০ বিক্ষোভকারী আহত হয়েছেন।

প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ২০২৪ সালের অক্টোবর থেকে ক্ষমতায় রয়েছেন। দেশটিতে তার এখনো জনপ্রিয়তা রয়েছে। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের জেরে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

বিশেষ করে মিশোয়াকান রাজ্যের উরুয়াপানের মেয়র মাঞ্জো রদ্রিগেজ হত্যার শিকার হওয়ার পর সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। এই মেয়র তার শহরে মাদক চোরাচালান গ্যাংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছিলেন। তখনই তাকে হত্যা করা হয়।

রোসা মারিয়া আভিলা নামে ৬৫ বছর বয়সী এক বিক্ষোভকারী বলেছেন, “এই মেয়র ছিলেন এমন এক ব্যক্তি যিনি অপরাধীদের শায়েস্তা করতে পুলিশ সদস্যদের পাহাড়ি এলাকায় পাঠাচ্ছিলেন। সন্ত্রাসীদের প্রতিরোধ করার সাহস ছিল তার।”

আন্দ্রেস মাসা নামে ২৯ বছর বয়সী আরেক বিক্ষোভকারী বলেন, “আমাদের আরও নিরাপত্তা প্রয়োজন।”

বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হয়েছিলেন। এ সময় তারা ভবনটির চারপাশে থাকা কিছু লোহার বেড়া ভেঙে ফেলেন। এরপরই সহিংসতা শুরু হয়।

পুলিশ তখন কাঁদানে গ্যাস ও অগ্নিনির্বাপক দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে।

সূত্র: দ্য গার্ডিয়ান

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন